ফটোগ্রাফি এক্সিবিসন-১ এর অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরন

বিইউবিটি ইন্ট্রা ইউনিভার্সিটি ফটোগ্রাফি এক্সিবিসন-১ এর অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিইউবিটি স্থায়ী ক্যাম্পাস এর হল রুমে এক্সিবিসন সম্পর্কিত আলোচনা অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় এর ভিসি অধ্যাপক মোঃ আবু সালেহ।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে প্রথমবারের মতো আলোকচিত্র প্রদর্শনী করেছে বিইউবিটি ফটোগ্রাফি ক্লাব। ৫, ৬ মে দু’দিনব্যাপী এই প্রদর্শনীতে বিইউবিটির শিক্ষার্থীদের তোলা আলোকচিত্রসমূহ থেকে বাছাই করা ৩৫টি ছবি প্রদর্শিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মিয়া লুত্ফর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দু’দিনব্যাপী এই আয়োজনে থাকছে প্রদর্শিত আলোকচিত্র সম্পর্কে আলোচনা ও সনদপত্র বিতরণ। এই আলোকচিত্র প্রদর্শনীতে মানুষের জীবন বৈচিত্র্য, প্রকৃতি ও বন্য জীবনসহ বিভিন্ন ধরনের ছবি দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। আলোকচিত্র প্রদর্শনীর দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং নান্দনিকতার পাশাপাশি চারপাশের সঙ্গতি ও অসঙ্গতিসমূহের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে আলোকচিত্রকে একটি শক্তিশালী ও সৃষ্টিশীল মাধ্যম হিসেবে গ্রহণ করে নিজেদের সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক বিইউবিটি ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা।



মন্তব্য চালু নেই