‘নতুন বছরে শত্রুদের জন্যও শুভেচ্ছা রইল’

‘নতুন বছরে ভাল থাকুন শত্রুরাও। ’ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের টুইটারে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের টুইটারে তিনি লিখেছেন, ‘প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা জানাই। শত্রুদের জন্যও শুভেচ্ছা রইল। আমাকে টক্কর দিতে গিয়ে যারা হেরেছেন এবং কী করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য ভালবাসা রইল। ’
নতুন বছরে তার সঙ্কল্প নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমেরিকাকে শ্রেষ্ঠত্বের শিরোপা ফিরিয়ে দেওয়া। তবে আপনারা আগে থেকেই তা জানেন। ’ আগামী ২০ জানুয়ারি ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বর মাসের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে প্রায়ই বিরোধী এবং সমালোচকদের ব্যঙ্গ করতে দেখা গিয়েছে তাকে। তবে রাজনীতিতে যোগ দেওয়ার ঢের আগে থেকেই এ ব্যাপারে সিদ্ধহস্ত তিনি।
২০১৩ সালে তার টেলিভিশন রিয়্যালিটি শো ‘দ্য অ্যাপ্রেনটাইস’ চলাকালীন টুইটারে থ্যাঙ্কসগিভিংয়ের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘সমালোচক এবং সব হতভাগ্যরা শুভেচ্ছা নেবেন। ’
মন্তব্য চালু নেই