৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনা আদালত
সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার এক চীনা আদালত ঝিনজিয়াং প্রদেশের ৯ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন। প্রদেশের রাজধানী উরুমগির এক মার্কেট হামলায় ৩১ জন নিহত হওয়ার ঘটনায় তাদেরকে এই শাস্তি দেয়া হয়।
এই মামলায় সবমিলিয়ে ৮১ জনকে আসামি করা হয়েছিল। বাকিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে। চীনের ছয়টি আদালতে এদের বিচার অনুষ্ঠিত হয়েছিল। তবে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত দুজনের শাস্তি মওকুফ করা হয়েছে। এই মামলার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনে যোগ দেয়া, সন্ত্রাসী সংগঠন গড়ে তোলা, অবৈধ অস্ত্র তৈরি , বোমা হামলা ইত্যাদি নানা অভিযোগ আনা হয়েছিল।
এদিকে ঝিনজিয়াংয়ের এক প্রাদেশিক কর্মকর্তা বলছেন, ধর্মীয় চরমপন্থিদের কারণে এ অঞ্চলে অপরাধ বৃদ্ধি পেয়েছে। নইলে চীন সরকার কখনো এখানকার সংস্কৃতিতে হস্তক্ষেপ করেনি। এছাড়া সরকার স্থানীয় মুসলিম সম্প্রদায়কে দাড়ি রাখা এবং বোরখা পরার মত ধর্মীয় আচরাণাদি পালনে বাধা দিচ্ছে বলে যে অভিযোগ ওঠেছে তিনি তা নাকচ করে দেন।
মন্তব্য চালু নেই