৮ মাসে ২৪০ জনের মৃত্যুদন্ড কার্যকর

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পৃথক হত্যার দায়ে বৃহস্পতিবার ছয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২৪০ এরও বেশি লোকের মৃত্যুদন্ড কার্যকর করা হল।

এর আগে পাঞ্জাব প্রদেশের লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও ডেরা গাজি খান এলাকায় এ মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। পাকিস্তান গত বছর মৃত্যুদন্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়।

পাঞ্জাব কারা অধিদপ্তরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ডেরা গাজি খান এলাকায় হত্যার দায়ে দুই ভাই, আদিয়ালায় দুই জনের, মুলতানে এক জনের ও লাহোর কারাগারে এক জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। ওইসব কারাগারের কর্মকর্তারাও এ খবর নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে তালেবান জঙ্গিরা পেশোয়ারে একটি স্কুলে ১৫০ জনেরও বেশি লোককে হত্যা করার পর পাকিস্তান মৃত্যুদন্ডের ওপর ছয় বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়।



মন্তব্য চালু নেই