৮০ ফুট উঁচুতে দড়ির উপর বিয়ে (ভিডিও)

ভূমি থেকে ৮০ ফুট উঁচুতে স্রেফ দড়ির উপর দাঁড়িয়ে গাঁটছরা বাঁধলেন এক দম্পত্তি।
যুক্তরাজ্যের সমারসেট এলাকার ক্রিস বুল এবং ফেবে ব্যাকার জুটি এই অভিনব কাণ্ড করেছেন।
উকি হোল এলাকায় ৮০ ফুট উচ্চতায় দড়ির উপর দমবন্ধ করা কয়েক মুহূর্ত কাটান তারা।
তবে কেন এই অভিনবত্ব! এর পেছনের কারণটা হলো এরা দু’জনেই সার্কাসের পারফরমার। কসরত শুধু মঞ্চে কেন, বিয়েটাও সেভাবে সারলেন তারা।




https://youtu.be/AEjn83kJnUU
































মন্তব্য চালু নেই