৭০০ কোটি টাকা ক্ষতি দাবি

গুলশানের ডিসিসি মার্কেটের চেয়ারম্যান শের মোহাম্মদ জানিয়েছেন, আগুনে প্রায় ৪০০ দোকান পুড়ে গেছে। এতে ৬০০ থেকে ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, মার্কেটের চারতলার ছাদ ধসে পড়েছে। এটা কখনো এভাবে ধসে পড়ার কথা নয়। গানপাউডার দিয়ে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

কাঁচা ও সুপার মার্কেটের সহসভাপতি হুমায়ুন সিদ্দিকী ফায়ার সার্ভিসের তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের তৎপরতা সন্তোষজনক নয়। এ ছাড়া আরো বেশি ইউনিট কাজ করা প্রয়োজন।



মন্তব্য চালু নেই