৭শ বছরের পুরনো কোরআন লুট

ভারতের রাজস্থান রাজ্যের থেকে সাতশ বছরের পুরনো একটি কোরআন শরীফ লুট হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

এটি রক্ষিত ছিল রাজ্যের বেয়াওয়ার শহরের বাসিন্দা জয়দেব প্রসাদ শর্মার কাছে। ২০১১ সালে এক বন্ধুর কাছ থেকে তিনি উপহার পেয়েছিলেন এই মূল্যবান গ্রন্থটি। এরপর থেকে নিজ বাড়িতে এটি সযত্নে রক্ষা করছিলেন তিনি।

মঙ্গলবার রাতে দুই ব্যক্তি এসে ওই ধর্মীয় গ্রন্থটি দেখেতে চান। এদের মধ্যে একজন তার পূর্ব পরিচিত হওয়ায় তার মনে কোনো সন্দেহ আসেনি। তিনি খোলা মনেই কোরআন বের করে তাদের দেখতে দেন। এসময় দুজনের একজন আগোনয়াস্ত্র বের করে তার বুকে লক্ষ্য তাক করে। তখন বাইরে থেকে আরো দুই লোক এসে কোরআনটি তুলে নিয়ে মোটর সাইকেলে করে পালিয়ে যায়।

মূল্যবান এ কোরআন শরীফটি ছিনতাই হওয়ার ঘটনায় মুষড়ে পড়েছেন জয়দেব। কেননা হিন্দু হওয়া সত্ত্বেও কোরআনটি তার খুব প্রিয় ছিল। এর আগে বহু লোক এটি কিনতে চেয়েছিল। কিন্তু জয়দেব কখনোই এটি বিক্রি করতে চাননি। তার ইচ্ছা ছিল মরার সময় কোরআনটি তিনি তার মেয়েকে দিয়ে যাবেন। এ সম্পর্কে জয়দেব বলেন,‘এটি ছিল একটি বিশেষ কোরআন। সোনা আর নীলকান্ত মণি দিয়ে ক্যালিগ্রাফি করা ছিল এর প্রতিটি অক্ষর।’ তিনি মনে করছেন, এই মূল্যবান পাথরগুলোর কারণেই এ পুস্তকটি ছিনতাই করা হয়েছে।’

এ ঘটনায় একটি স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন জয়দেব। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।



মন্তব্য চালু নেই