৭শ’ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে নৌডুবি; বহু প্রাণহানির আশঙ্কা
ভূমধ্যসাগরে ইতালির লাম্পাদুসা দ্বীপের কাছে লিবিয়া উপকূলে ৭শ জন অবৈধ অভিবাসী নিয়ে একটি নৌকাডুবি হয়েছে। ওই ঘটনায় এ পর্যন্ত প্রায় ৩০ জনকে উদ্ধার করা হলেও এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইতালীয় কোস্ট গার্ড।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইতালীয় জাহাজ, মাল্টার নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজের সমমন্বয়ে ব্যাপক আকারে উদ্ধার অভিযান চলছে।
ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র জানান, লাম্পাদুসা উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে অভিযান চলছে। পরবর্তী কয়েক ঘন্টা অভিবাসীদের উদ্ধারকে প্রাধান্য দিয়ে অভিযান চলবে বলেও জানান তিনি।
এ ঘটনায় বহু প্রাণহানি হতে পারে বলে এক টুইটার বার্তায় আশঙ্কা জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকট।
সূত্র: বিবিসি
মন্তব্য চালু নেই