৫ বছর পর যুদ্ধবিরতিতে সিরিয়া

সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। পাঁচ বছরে এই প্রথম সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু হলো।

স্থানীয় সময় রাত ১০টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়। সপ্তাহের শুরুতেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধবিরতি’ প্রস্তাব অন্যান্য পক্ষ মেনে নিয়েছে। এরপর রাত ১০টা থেকে এই সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়।

জেনেভায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফেন ডি মিসটুরা জানান, দারা ও দামাস্কাস শান্ত হয়ে গেছে। যুদ্ধবিরতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ৭ মার্চে আবার শান্তি আলোচনা শুরু হবে।

তিনি আরো জানান, যদিও এ বিষয় কষ্টসাধ্য ও জটিল তবুও এ প্রক্রিয়া চালু রাখতে চেষ্টার কোনো কমতি হবে না।

এদিকে রাশিয়া জানিয়েছে, সিরিয়ায় বিদোহীদের ওপর হামলা বন্ধ করেছে তাদের যুদ্ধ বিমান।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়াকে সতর্ক করে বলেছেন, বিশ্ব এ বিষয় নজরে রেখেছে।



মন্তব্য চালু নেই