৫ তলা থেকে ছুড়ে ফেলে দেয়া সেই শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়
সেই শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়।এ মাসের শুরুতে রাজধানীর বেইলি রোডের একটি পাঁচতলা বাড়ির জানালা দিয়ে ছুড়ে ফেলে দেবার পরেও, বিস্ময়করভাবে বেঁচে গিয়েছিল শিশুটি। ডাক্তাররা বলছেন, শিশুটির চিকিৎসা চলছে। শঙ্কামুক্ত বলা যাবে না।শিশুটি নাম রাখা হয়নি এখনো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নথিতে শিশুটির নাম উল্লেখ রয়েছে ‘বেবি অব বিউটি’। বয়স ২৩ দিন।
শিশুটির চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক মনীষা ব্যানার্জি জানিয়েছেন, শিশুটির পায়ের ভাঙা হাড়টি এখন চামড়া ভেদ করে বেরিয়ে আসছে।
চিড় ধরেছে মুখের একটি হাড়েও। ফেটে যাওয়া মাথার দুই পাশে রক্ত জমাট বেঁধে আছে।
এছাড়া শিশুটিকে কয়েক দফায় রক্ত দিতে হয়েছে।
আর যেহেতু সে খেতে পারছে না, সেকারণে তাকে স্যালাইনের মাধ্যমে খাবার দিতে হচ্ছে।
তবে, তাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চলছে বলে জানাচ্ছেন অধ্যাপক ব্যানার্জি।
এদিকে, শিশুটির মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার থেকে তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে।
মন্তব্য চালু নেই