৫৪৬/৬৫০ : ২১২ লেবার-কনজারভেটিভ ২৫১
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোটের ফলাফল দেওয়া শুরু হয়েছে বৃহস্পতিবার রাত থেকেই। ৬৫০ আসনের এই নির্বাচনে বড় দুই দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে কেন্দ্রফেরত জরিপে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দল, বিরোধী দল লেবার পার্টির চেয়ে এগিয়ে থাকবে। তবে ভোটের ফলাফলই চূড়ান্ত রায়ের জন্য যথেষ্ট।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফলাফল : ঘোষণা ৫৪৬/৬৫০
কোন দল কত আসন পেল
লেবার কনজারভেটিভ টোরি এসএনপি ডিইউপি লিব ডেম অন্যান্য
২১২ ২৫১ ৫৫ ৮ ৬ ১৪
২০১০-এর নির্বাচনের তুলনায় কোন দল কত আসন হারাল বা জিতল
দল জিতল হারাল
লেবার ১৬ ৪৬
কনজারভেটিভ ২১ ৭
এসএনপি ৪৮ ০
ডিইউপি ১ ১
লিব ডেম ০ ৩৩
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।
মন্তব্য চালু নেই