৫৪০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র কিনছে সৌদি আরব
মার্কিন প্রতিরক্ষা দফতর বলেছে, সৌদি আরবের কাছে ৫৪০ কোটি ডলার মূল্যের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এতদিন লকহিড মার্টিনের তৈরি ৬০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা করছিল সৌদি আরব।
মার্কিন পররাষ্ট্র দফতর গতকাল সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে বিমান বিধ্বংসী ব্যবস্থা বিক্রির বিষয়টি অনুমোদন করেছে। এ বিক্রির মাধ্যমে আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্রদের সহায়তা করা হবে এবং মার্কিন জাতীয় নিরাপত্তা জোরদার হবে বলে দাবি করা হয়েছে।
গত বছর বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র ক্রয়কারী দেশ হিসেবে নিজের নাম রেকর্ডবুকে অন্তর্ভূক্ত করেছে সৌদি আরব। অস্ত্র বাণিজ্য প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি বেশিরভাগ অস্ত্রই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনেছে। গ্লোবাল ডিফেন্স ট্রেড রিপোর্টে বলা হয়েছে, অস্ত্র খাতে গত বছর সৌদি আরব ব্যয় করেছে ৬৪০ কোটি ডলার। বিশ্বে অস্ত্র কেনার খাতে গত বছর দ্বিতীয় অবস্থানে ছিল ভারত।
সুত্র: রেতে
মন্তব্য চালু নেই