৪০০ সিসির বাইক আনছে বাজাজ

মোটর সাইকেলপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো বাজাজ। বাজাজ বলছে, আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা ৪শ সিসির নতুন একটি বাইক আনছে।
ভারতের বাজারে পালসার মোটর সাইকেল আনার ১৫ বছরের মাথায় এ ঘোষণা দিল বাজাজ। পালসার ভারতে বটেই বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
নতুন এই মোটর সাইকেলের নাম, ফিচার, দাম ইত্যাদি নিয়ে ইতোমধ্যেই নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।
তবে বাজাজের তরফ থেকে এসব বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
































মন্তব্য চালু নেই