৩৯ পাকিস্তানিকে মুক্তির সিদ্ধান্ত ভারতের
ভারতের জেলে বন্দী থাকা ৩৯ জন পাকিস্তানী বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর ভারতের এই সিদ্ধান্তে ধারণা করা হচ্ছে, ইসলামাবাদের শান্তির বার্তায় এবার সাড়া দিয়েছে দিল্লি। বন্দীদের মধ্যে ২১ জন নিজেদের বন্দী দশা শেষ করেছে এবং ১৮ জন মৎসজীবি।
এ ব্যাপারে ভারতে থাকা পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিত জানান, কয়েকদিন আগে ভারতীয় সেনার জওয়ান বাবুলাল চৌহানকে মুক্তি দেয় পাক সরকার। তাই ভারতের উচিত বন্দী ৩৩ জন পাকিস্তানীকে মুক্তি দেওয়া।
জানা যায়, প্রথমে ভারতে থাকা পাক বন্দীদের সনাক্তকরণ করা হয়। এরপর পাকিস্তান তাদের নাগরিকত্ব স্বীকার করার পর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় ১ মার্চ বন্দীদের মুক্তি দেওয়া হবে। জামাত প্রধান হাফিজ সাইদকে পাক সরকার গৃহবন্দী করার পর দিল্লি দু’দেশের শান্তি স্থাপনের রাস্তা খুলে দিল পাক বন্দীদের মুক্তির সিদ্ধান্তে। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানে বন্দী ২০০ জন ভারতীয় মৎসজীবিদের মুক্তি দেয় সেদেশের সরকার। বন্দী মৎসজীবিরা অসাবধানতায় পাক সীমান্তে ঢুকে পড়েছিল বলে জানিয়েছিল।
মন্তব্য চালু নেই