৩০০ ইয়াজিদিকে হত্যা করেছে আইএস

ইসলামিক স্টেট বা আইএস ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের অন্তত তিনশ সদস্যকে হত্যা করেছে। ইরাকি ও ইয়াজিদি কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এ খবর দিয়েছে বিবিসি।

ইয়াজিদি প্রগ্রেস পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার মসুল শহরের কাছে তাল আফতার জেলায় এ ঘটনা ঘটে। ইরাকি ভাইস-প্রেসিডেন্ট ওসমান আল নুজাইফি এ ঘটনাকে ভয়ংকর ও বর্বর বলে অভিহিত করেছেন।

গত বছর মসুল দখলের পর বেশ কিছু ইয়াজিদিকে বন্দি করে আইএস। তবে কেন এবং কীভাবে তাদের হত্যা করা হয়েছে তা বলা হয়নি খবরে।

এদিকে, শনিবার এক আত্মঘাতি হামলায় ইরাকের ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া রাজধানী বাগদাদের একটি হোটেলে গাড়িবোমা হামলায় ১৩ বেসামরিক লোক নিহত হন। বিবিসি।



মন্তব্য চালু নেই