২৬ ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রাণদণ্ড শিক্ষকের
একের পর এক ২৬ জন ছাত্রীকে ধর্ষণের অপরাধে প্রাথমিক স্কুলের এক শিক্ষককে মৃত্যুদণ্ড দিল আদালত৷ ঘটনাটি ঘটেছে, চিনের গানসু প্রদেশে৷ এই প্রদেশের স্থানীয় আদালতে শুক্রবার এই রায় দেওয়া হয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, প্রাথমিক স্কুলের এই শিক্ষক ২০১১ থেকে ২০১২সালের মধ্যে তার স্কুলেরই ২৬ জন ছাত্রীকে ধর্ষণ করে৷ ধর্ষণের শিকার হওয়া এই ছাত্রীদের বয়স ৪ থেকে ১১ বছরের মধ্যে৷ এই রায় দান করতে গিয়ে বিচারক জানান,‘এই রায় সমাজকে শিক্ষা দেবে। ধর্ষণ করার আগে মানুষ দুবার ভাববে।’
প্রসঙ্গত, চিনে ক্রমশ নাবালিকার উপর যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে৷ ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে চিনে মোট ৭,১৪৫ টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে৷
মন্তব্য চালু নেই