২৫ বছর টিভি দেখেন না পোপ ফ্রান্সিস
তিনি কথা রেখেছেন। টানা ২৫ বছর। ভার্জিন মেরির সামনে প্রতিজ্ঞা করেছিলেন, জীবনে আর টিভি দেখবেন না। তাই করেছেন তিনি। পোপ ফ্রান্সিস সর্বশেষ টিভি দেখেছিলেন ১৯৯০ সালের ১৫ জুলাই।
দি ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে মঙ্গলবার এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, পোপ যখন সর্বশেষ টিভি দেখেন তখন মার্গারেট থ্যাচার ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
আর্জেন্টিনার দৈনিক লা ভোজ ডেল পুয়েবলোকে দেওয়া সাক্ষাৎকারে পোপ বলেছেন, “১৯৯০ সাল থেকে আমি টিভি দেখি না। এটা আমার একটা প্রতিজ্ঞা। ১৯৯০ সালের ১৫ জুলাই ভার্জিন অব কার্মেনের কাছে আমি এই প্রতিজ্ঞা করেছিলাম। আমি নিজেকে নিজেই বুঝিয়েছিলাম, ‘এটা আমার জন্য নয়।”
টিভি যদি না-ই দেখেন, তাহলে প্রিয় ফুটবল দল স্যান লরেঞ্জো ডি আলম্যাগ্রোর খবরাখবর পান কী করে?
পোপ বলেছেন, ‘সুইস এক গার্ড রয়েছেন। প্রতি সপ্তাহে তিনিই আমাকে ফলাফল বার্তে দেন। লিগ টেবিলে আমরা কেমন করছি সেটাও জানান তিনি।’
ভার্জিন মেরির সামনে প্রতিজ্ঞা করেছেন কিনা বলা মুশকিল। পোপ জীবনে কিন্তু একবারও ঢুঁ মারেননি ইন্টারনেটে! তবে পত্রিকা পড়েন, দৈনিক ১০ মিনিট করে।
পোপ এর আগে জানিয়েছিলেন, ১৯৯৪ সালের পর তিনি আর কোনো ছুটির দিন উপভোগ করেননি।
মন্তব্য চালু নেই