২০৫০ সালে ভারতে সবচেয়ে বেশি মুসলমান বাস করবে
২০৫০ সালে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে সবচেয়ে বেশি মুসলমান বাস করবে। শুধু তাই নয় ইন্দোনেশিয়ার চেয়েও ভারতে মুসলমানদের সংখ্যা বেশি হবে। বৃহস্পতিবার পিউ রিসার্চ সেন্টার প্রকাশিত জরিপ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জরিপ প্রতিবেদনে বলা হয়, বিশ্বে মুসলমানদের সংখ্যা বাড়ছে। ২০৫০ সালে বিশ্বে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা বেড়ে ১৪০ কোটিতে দাড়াবে। জনসংখ্যার দিক থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী হবে হিন্দু ধর্মাবলম্বীরা । কোন ধর্মের অনুসরণ করে না এমন মানুষের সংখ্যাও বাড়ছে। ২০৫০ সালে এদের সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৩ দশমিক ২ শতাংশ হবে।
জরিপের তথ্য অনুযায়ী, ভারতের আসাম রাজ্যে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ২০৫০ সালে ভারতেই সবচেয়ে বেশি মুসলমান জনগোষ্ঠী বাস করবে।
জরিপ প্রতিবেদনে বলা হয়, ইতিহাসে প্রথমবারের মত কাছাকাছি সমতায় আসবে মুসলিম ও খ্রিষ্টান। বর্তমানে মুসলমানদের সংখ্যা সারা বিশ্বের খ্রিষ্টানদের প্রায় সমান। যদি এই প্রবণতা চলতে থাকে তবে ২০৭০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর স্থান দখল করবে মুসলমান সম্প্রদায়।
মন্তব্য চালু নেই