২০৩০ বিশ্বকাপ উরুগুয়েতে!
ব্রাজিলে বিশ্বকাপ চলাকালীন সময়ে লুইস সুয়ারেজ কাণ্ডে ফিফাকে গালিগালাজ করতে ছাড়েননি উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিকা৷ কিন্তু তা সত্ত্বেও ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এখন এগিয়ে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েই!
ব্রাজিলের পর চার বছর বাদে ফুটবল মহাযজ্ঞ বসবে ইউরোপের দেশ রাশিয়ায়। তারও চার বছর বাদে এশিয়ার দেশ কাতারে। অবশ্য এই বিশ্বকাপ নিয়ে বহু সমালোচনা আছে। অনেক দুর্নীতির গল্পও উঠছে। তবে ফিফার চাওয়া কাতারের পর ফুটবলের সবচেয়ে বড় আসরটি বসুক মার্কিন যুক্তরাষ্ট্রে। তাহলে ২০২৬ সালের পর ৩০ সালের বিশ্বকাপ হবে কোন দেশে? ফিফার চাওয়া বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে সেটা হউক উরুগুয়েতে, যেখানে ১৯৩০ সালে প্রথম ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল।
ফিফা নিজেই চাইছে বিশ্বকাপের ১০০ বছর পূর্তিতে ওই বছর আয়োজকের দায়িত্ব উরুগুয়েই হাতে যাক। এমনকি, আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবেও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে উরুগুয়ে। এর আগে একমাত্র ২০০২ সালেই দক্ষিণ কোরিয়া এবং জাপান দু’দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করেছিল। এবার আবারো যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে উরুগুয়ে ও আর্জেন্টিনা।
মন্তব্য চালু নেই