১ মার্চ থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি!
সিরিয়ায় আগামী ১ মার্চ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া। সিরিয়ার গৃহযুদ্ধের পাঁচ বছর পূর্তি উপলক্ষে জার্মানিতে বিশ্ব পরাশক্তিদের একটি বৈঠক সামনে রেখে এ খবর জানা গেছে।
একটি অসমর্থিত পশ্চিমা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স বুধবার রাতে জানায়, সিরিয়ায় আগামী ১ মার্চ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া।
তবে জাতিসংঘের সদর দফতর জানিয়েছে, সংস্থাটিতে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
মন্তব্য চালু নেই