১৬০ মসজিদ বন্ধ করে দিচ্ছে ফ্রান্স
আগামী মাসগুলোতে দেড় শতাধিক মসজিদ বন্ধ করতে যাচ্ছে ফ্রান্স। প্যারিস হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছিল।
গত ১৩ নভেম্বরের ওই হামলার পর ইতোমধ্যেই তিনটি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স। এবার তারা আরো ১৬০টি মসজিদ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে এ খবর জানিয়েছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ইমাম হাসান এল আলাউয়ি।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনার পর আরো ১শ থেকে ১৬০টি মসজিদ বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তিনি আরো জানান, উপযুক্ত লাইসেন্স না থাকায় এসব উপসনালয় বন্ধ করে দেয়া হচ্ছে। প্যারিস হামলার পর গোটা দেশ জুড়ে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছে ফ্রান্স। একই সঙ্গে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলাও জোরদার করা হয়েছে।
মন্তব্য চালু নেই