১৫ জুনের মধ্যে পুরসভা নির্বাচন নয়

অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল পশ্চিমবঙ্গের। ১৫ জুনের মধ্যে কোনোভাবেই নির্বাচন নয়, স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত। নির্বাচনের আগে পুরসভাগুলির সংযুক্তিকরণের কাজ শেষ করতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত।

সোমবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানিতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। সংযুক্তিকরণ শেষ হলে ভোটের দিন ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন।

হাইকোর্ট এই মামলায় রাজ্যকে শিগগিরই নির্বাচন করার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের নির্দেশ মেনে ভোটের দিনও ঘোষণা করে দেয় রাজ্য নির্বাচন কমিশন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষে মামলা লড়ছিলেন কপিল সিব্বল। রাজ্যের সাত পুরসভার নির্বাচন নিয়ে এই বিতর্ক। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও এখনও পর্যন্ত এই পুরসভাগুলিতে নির্বাচন হয়নি।



মন্তব্য চালু নেই