১৩ বছরের কিশোরীকে ৫০০ ধরনের যৌন নির্যাতন
একজন কিশোরীকে কত ধরনের নির্যাতন করা যায়? এমন প্রশ্নে হয়তো আপনি অবাক হয়েছেন। কিন্তু একটি তথ্য দিলে আপনি হয়তো আরো অবাক হবেন।
অস্ট্রেলিয়ার পার্থে ১৩ বছরের এক কিশোরীকে ২ বছর ধরে ৫০০ রকম যৌন নির্যাতন করা হয়। তাও আবার ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে। আর এ ঘটনার সঙ্গে জড়িত ওই কিশোরীর বাবাও।
গত সপ্তাহে অস্ট্রেলীয় গোয়েন্দাদের ফাঁদে ধরা পড়ে শিশু ধর্ষকদের এক চক্র। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করা হয়েছে এই চক্রের সঙ্গে জড়িত আটজনকে। এদের সবার বয়স ৩৫ থেকে ৪৭ বছরের মধ্যে।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’লাখ অশ্লীল ভিডিও। যেখানে যৌন নির্যাতনের শিকার হয়েছে মূলত শিশু এবং কিশোর-কিশোরীরা। পাশাপাশি পাওয়া গেছে বিভিন্ন বয়সী মেয়েদের ১৫০টি অশ্লীল ছবিও। আর সেই অভিযানেই পুলিশ ও গোয়েন্দারা জানতে পারে ১৩ বছরের ওই নির্যাতিত কিশোরীর কথা।
প্রাথমিক তদন্তে জানা যায়‚ কিশোরীর বাবাই তাকে তুলে দিয়েছিল এই চক্রের হাতে। উদ্ধার হওয়া কিশোরীর শারীরিক ও মানসিক চিকিৎসা চলছে।
মন্তব্য চালু নেই