১২ বাঙালি এমপি প্রার্থী কে কত ভোট পেলেন

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে এবার কনজারভেটিভ, লেবার ও লেবারেল ডেমোক্রেটিক (লিবডেম) পার্টি থেকে সর্বমোট ১২ বাংলাদেশি বংশদ্ভূত প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাঁচজনই ছিলেন নারী প্রার্থী। আর এ পাঁচজনের মধ্যে তিনজনই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

লেবার পার্টি থেকে সর্বাধিক আট বাংলাদেশি বংশদ্ভূত প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে লেবার পার্টির রুশনারা আলী ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির প্রার্থী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ২৩ হাজার ৯২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এলিং সেন্ট্রাল এবং একটন আসন থেকে ডক্টর রুপা আশা হক ২২ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হন।

এদিকে যারা বিজয়ী হতে পারেননি তারাও আশানুরূপ ফলাফল করেছেন। অনেক আসনে বাঙালি প্রার্থীরা তাদের দলের পূর্বের প্রার্থীর চেয়ে ভালো ফলাফল করেছেন।

কে কত ভোট পেলেন
আনোয়ার বাবুল: ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া লেবার পার্টির প্রার্থী হিসেবে উলওয়ান হাটফিল্ড আসন থেকে প্রার্থী হয়েছিলেন। ১৩ হাজার ১২৮ ভোট পেয়ে দ্বিতীয় হন তিনি। এ আসনে কনজারভেটিক পার্টির চেয়ারম্যান গ্র্যান্ড শাপস ২৫ হাজার ২৮১ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন।

মিনা রহমান: পুরো ইউকের মধ্যে কনজারভেটিভ পার্টি থেকে একমাত্র বাঙালি প্রার্থী ছিলেন মিনা রহমান। বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম বারার বার্কিং আসন থেকে তিনি ৭ হাজার ১৯ ভোট পেয়ে তৃতীয় হন। লেবার পার্টির প্রার্থী মাগারেট হজ ২৪ হাজার ৮২৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন।

মোবিনা আহমদ: লেবার পার্টির প্রার্থী হিসেবে গ্রেটার লন্ডনের ব্রোমলি বারার ব্যাকেন হাম আসনে মেরিনা আহমদ ৯ হাজার ৪৮৪ ভোট পেয়ে দ্বিতীয় হন। এ আসনে কনজারভেটিভ পার্টির প্রার্থী বব স্টিয়েট ২৭ হাজার ৯৫৫ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন।

আলী আখলাকুল: লেবার পার্টির প্রার্থী আলী আখলাকুল সারের রাই গেইট আসনে প্রার্থী হয়ে ৬ হাজার ৭৫৭ ভোট পেয়ে তৃতীয় হন। এ আসনে কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্রিসপিন ব্ল্যানট ২৯ হাজার ১৫১ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন।

আমরান হোসেন: নর্থ-ইস্ট হ্যাম্পশায়ার আসনে লেবার পার্টির প্রার্থী হয়ে ৫ হাজার ২৯০ ভোট পেয়ে তৃতীয় হন। এ আসনে ৩৫ হাজার ৫৭৩ ভোটে এমপি নির্বাচিত হন কনজারভেটিভ পার্টির রানিল জাওয়ারদানা।

সুমন হক: স্কটল্যান্ডের অ্যাবাডিন শায়ারের বেন্ফ অ্যান্ড বুখান আসনের লেবার পার্টির প্রার্থী সুমন হক ২ হাজার ৬৪৭ ভোট পান।

প্রিন্স সাদিক চৌধুরী: নর্থহ্যামটন সাউথ আসনে রেবারেল ডেমোক্রেটিক (লিবডেম) থেকে প্রিন্স সাদিক চৌধুরী ১ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন। এ আসনে ১৬ হাজার ১৭৩ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন কনজারভেটিভ পার্টির ডেভিড ম্যাকিনটোস।

আশুক আহমদ: লেবারেল ডেমোক্রেটিক (লিবডেম) লুটন সাউথ আসন থেকে আশুক আহমদ এমবিই ৩ হাজার ১৮৩ ভোট পেয়েছেন। এ আসনে ১৮ হাজার ৬৬০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন লেবার পার্টির গ্যাভিন শোকার।

মোহাম্মদ সুলতান: ওয়েলসের আরফন আসন থেকে লেবারেল ডেমোক্রেটিক (লিবডেম) পার্টির প্রার্থী মোহাম্মদ সুলতান ৭১৮ ভোট পেয়েছেন। এ আসনে প্লেইড কামরুল হাইয়াল উইলিয়ামস ১১ হাজার ৭১০ ভোট এমপি নির্বাচিত হন।



মন্তব্য চালু নেই