১২ বছরের শরণার্থী বালক ধর্ষণের শিকার!
সুইডেনে ১২ বছরের এক শরণার্থী বালক ধর্ষণের শিকার হয়েছে। দেশটির স্মাল্যান্ড এলাকার আলভেস্টা কেন্দ্রের কাছে জানুয়ারি মাসে এ ঘটনা ঘটেছে।
বাড়ির একটি কক্ষে থাকতেন তিনজন বালক। যাদের প্রত্যেকেরই বয়স ১২ থেকে ১৫ বছর। ১৫-১৬ বছর বয়সী দুই জন বালক একদিন সুযোগ বুঝে ১২ বছরের বালকটিকে ধর্ষণ করে। সে সময় তাদের একজন ধর্ষণ করে, অপরজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এভাবে দুইজনে পালাক্রমে বালকটিকে ধর্ষণ করে।
বালকটির শরীরের বিভিন্ন স্থানে কামড়ের দাগ পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, ধর্ষণকারীদের বয়স ১৮ বছরের বেশি হবে।
তবে আইনজীবী ইম্মা বার্জ বলেন, ধর্ষণের অভিযোগে অভিযু্ক্তদের ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে, তাদের বয়স ১৯ ও ৪৫ বছর। যাদের একজন দুবাইতে গ্যারেজে কর্মরত ছিলেন।
অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ ও শিশুর পর্নোগ্রাফি তৈরির মামলা হয়েছে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।
মন্তব্য চালু নেই