হ্যান্ডকাপসহ আসামির নদীতে ঝাঁপ, ডুবুরি নামিয়ে খোঁজ

পুলিশ প্রহরায় আদালতে নেয়ার সময় এক আসামি নদীতে লাফিয়ে পালিয়েছিল। পরে ডুবুরি নামিয়ে তাকে ধরা হয়। যদিও বিষয়টি পুলিশ সরাসরি স্বীকার করতে চাচ্ছে না।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কামরাঙ্গীরচর লোহারব্রিজে এ ঘটনা ঘটে। প্রথমে তথ্যটি অস্বীকার করলেও পরে ডুবুরি এনে আসামি খোঁজার কথা স্বীকার করেন ওসি শেখ মো. মহসিন আলম।

যদিও পরে তিনি বলেন, এটা গুজব। এমন কোনো ঘটনা ঘটেনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আসামিসহ পুলিশের পিকআপ ভ্যানটি লোহার ব্রিজে আসার পরপরই আসামি হ্যান্ডকাপসহ পানিতে ঝাঁপ দেয়। পরে পুলিশও পানিতে ঝাঁপ দেয়। অনেকটা ফিল্মিস্টাইলেই বেশ কিছুক্ষণ চলে খোঁজাখুজি। পরে ডুবুরি নামিয়ে আসামি খোঁজার উদ্যেগ নেয় কামরাঙ্গীরচর থানা পুলিশ। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর তার সন্ধান মিলেছে।

তবে তাৎক্ষণিকভাবে ওই আসামির নাম পরিচয় জানা সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই