হোয়াইট হাউস ছেড়ে এখন এই বাড়িতে উঠবেন বারাক ওবামা

হোয়াইট হাউসের হাতবদল হবে। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা বাড়ি ছাড়বেন, আসবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ৫২ বছর বয়সে এ বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। আগেই বলেছিলেন হোয়াইট হাউসের খুব দূরে থাকবেন না তিনি।

কারণ, মেয়ের হাইস্কুলে পাঠ এখনো শেষ হয়নি। মাঝপথে স্কুল ছাড়াটা সম্ভব নয়। তাই বাধ্য হয়েই হোয়াইট হাউসের পাশেই বাড়ি নিতে হয়েছে তাকে। যে ৯ বেডরুমের ফ্ল্যাটে ওবামা ওঠেছেন সেখানে থাকতেন বিল ক্লিন্টনের সচিব জো লোখার্ট। আগামী ২০ জানুয়ারি নতুন বাড়িতে আসবেন ওবামা। ইঁটের তৈরি বাড়ির ভাড়া প্রতি মাসে পড়ছে ২২ হাজার ডলার।

সাদা বাড়ির মত বড় না হলেও নতুন ঠিকানার সামনেও রয়েছে একটি বড় বাগান। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বছর পিছু ২ লাখ ৬৮ হাজার ডলার পাবেন ওবামা। সেই টাকায় ভাড়া দেয়া হয়ে যাবে নিশ্চয়ই!‌ আজকাল



মন্তব্য চালু নেই