হোয়াইট হাউজের আশেপাশে বন্দুকধারী!
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় এবং বাসভবনের পাশে একজন বন্দুকধারী আতঙ্ক সৃষ্টি করায় ভবনের আশেপাশের গোটা এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলেছে পুলিশ এবং সিক্রেট সার্ভিসের সদস্যরা।
ওয়াশিংটন ডিসি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন যে, হোয়াইট হাউজের আশেপাশের এলাকার কয়েকটি ব্লক পুলিশি তৎপরতার কারণে বন্ধ আছে। কারণ হিসাবে বলা হয় একজন তৎপর বন্দুকধারী সেখানে কোথাও লুকিয়ে আছে।
সম্প্রতি প্যারিসে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র সহ সমস্ত পশ্চিমা দেশগুলোতে চলছে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা।
মন্তব্য চালু নেই