হোটেল মালিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রাজধানীর দারুসসালাম থানাধীন টোলারবাগ পাইকপাড়ার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে রফিকুল ইসলাম জুনায়েদ (৪৫) নামের এক আবাসিক হোটেল মালিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৭টায় ওই এলাকার একটি নবনির্মিত মসজিদ সংলগ্ন ফুটপাত থেকে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার রাত ১২টার পর থেকে জুনায়েদ নিখোঁজ ছিলেন। শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক তিনি।
দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘এটা পূর্বশত্রুতার জের ধরে না কি অন্য কারণে তা জানা যায়নি।নিহতের পরিবার এখনও মুখ খুলছে না। আমাদের স্পষ্ট করে অভিযোগ করছে না।’
পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
মন্তব্য চালু নেই