হে ভগবান! মোদি মডেল থেকে দেশকে বাঁচাও : সোনিয়া
‘হে ভগবান! মোদি মডেলের হাত থেকে দেশকে বাঁচাও।’ এমন ভাষায় প্রার্থনা করলেন ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।
শনিবার পাঞ্জাবের মালওয়া বেল্টে এক নির্বাচনী র্যালিতে বক্তব্য দেওয়ার সময় সোনিয়া আরো বলেন, বিজেপি নেতা নরেন্দ্র মোদির গুজরাট মডেল সাধারণ মানুষের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠেছে। এ মডেল দিয়ে গুটি কয়েক ধনী ছাড়া কেউ উপকৃত হননি।
মোদি মডেলের কারণে সামাজিক বিভাজন ও বৈষম্য বেড়েছে। স্রষ্টা যেন মোদি মডেলের হাত থেকে দেশকে রক্ষা করেন।
মুখ্যমন্ত্রী হিসেবে মোদি যেভাবে তার রাজ্যের উন্নয়ন ঘটিয়েছেন, ঠিক সেভাবে দেশের উন্নয়ন ঘটানো হবে- বিজেপির এমন দাবির বিরোধিতা করে সোনিয়া গান্ধী এসব কথা বলেন।
সোনিয়া আরো বলেন, গুজরাটে অপুষ্টি, অনাহার, বেকারত্ব, কৃষক শোষণ এবং ভূমি থেকে উচ্ছেদের মতো ঘটনা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। সেই মডেল দেশের জন্য যেন কাজে না লাগে। অসংখ্য বাস্তুচ্যুস্ত মানুষের চোখের জলে ভিজেছে গুজরাটের মাটি। এমনটি যেন আর না হয়।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।
মন্তব্য চালু নেই