হেল্থকেয়ার স্কুল খুলছেন জাকারবার্গ

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী মিলে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। স্কুলটিতে সাধারণ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবা বিষয়েও জ্ঞান দেওয়া হবে। খবর ডননিউজের।

জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা শুক্রবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ইস্ট পালো আলটো শহরে স্কুলটি প্রতিষ্ঠা করা হবে।

প্রিসিলা চ্যান (৩০) পেশায় একজন চিকিৎসক। এর পাশাপাশি শিক্ষকতাও করেন তিনি। মূলত শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবার বিষয়ে জ্ঞানের অভাব দেখে তিনি এই ধরনের স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা করেন।

ফেসবুক পোস্টে ৩১ বছর বয়সী জাকারবার্গ বলেছেন, ‘স্বাস্থ্য ও শিক্ষা অঙ্গাঙ্গীভাবে জড়িত। শিশুদের স্বাস্থ্য ভালো থাকলে তারা সহজেই শিখতে পারবে।’

পশ্চিম পালো আলটোতে ধনাঢ্য ব্যক্তিরা বসবাস করলেও পূর্ব পালো আলটোর বেশিরভাগ বাসিন্দাই গরিব। এমনকি ওই অঞ্চলটি অপরাধ ও বিভিন্ন অপরাধী চক্রের জন্য কুখ্যাত।

হেল্থকেয়ার ও শিক্ষা একসঙ্গে প্রদানের মাধ্যমে শহরটির পিছিয়ে থাকা সম্প্রদায়ের পরিবারগুলোকে সহায়তা করা সম্ভব হবে বলে মনে করছেন জাকারবার্গ।



মন্তব্য চালু নেই