হুতি বিদ্রোহী এবং সেনা সংঘর্ষে নিহত ৬৮

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সৌদি সীমান্ত সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে ৬৮জন নিহত হয়েছেন।

বিবিসির অনলাইন প্রতিবেদনে সেনা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ২৮ জন সেনা সদস্য। অবশিষ্ট্য ৪০ জন বিদ্রোহী।

এছাড়াও কমপক্ষে ৫০ জন বিদ্রোহী এবং ৪০ জন সেনা সদস্য আহত হয়েছে।

উল্লেখ্য, মাত্র দুদিন আগে সংঘর্ষের স্থান হারাদ শহরের নিয়ন্ত্রণ নেয় দেশটির সরকারি বাহিনী।

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনতে মঙ্গলবার থেকে সুইজারল্যান্ডে শুরু হয়েছে শান্তি আলোচনা। জাতিসংঘের সমর্থনে দেশটির সপ্তাহ খানেকের যুদ্ধবিরতিও চলছে। এরই মধ্যে নতুন এই সংঘর্ষের ঘটনা ঘটলো।

ইয়েমেন থেকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধি জুলিয়েন হারনেইস বলেন, সাধারণ মানুষের জন্য ইয়েমেনে টিকে থাকাটা দিন দিন কঠিন হয়ে উঠছে।



মন্তব্য চালু নেই