হিলারির দেবরকে গ্রেপ্তার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিটনের দেবর এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ভাইকে সোমবার পুলিশ আটক করেছিল। পরে মোটা জরিমানা দিয়ে তিনি ছাড়া পেয়েছেন।
৫৯ বছরের রগার ক্লিনটনকে সোমবার ক্যালিফোর্নিয়ার এক সড়ক থেকে আটক করা হয়েছিল। মদপ্য অবস্থায় বেপরোয়াভাবে গড়ি চালানোর অভিযোগে তাকে আটক করে পুলিশ। তাকে রেডোন্ডো বিচ কারাগারে আটকে রাখা হয়। পরে ১৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে তিনি জামিন পান। আগামী ২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হতে হবে।
এমন নয় যে এবারই প্রথম পুলিশের হাতে ধরা খেয়েছেন রগার ক্লিনটন। বিল ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় ২০০১ সালে মদ খেয়ে গাড়ি চালানোর দায়ে আরো একবার আটক হয়েছিলেন রগার ক্লিনটন।
মন্তব্য চালু নেই