হিলারির চেয়ে এগিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিেডেন্ট নির্বাচনে আর বেশি সময়। নভম্বেরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীরা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নির্বাচনে ডেমোক্রেট দল থেকে হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। এই দু`জনের মধ্যে যেকোন একজনই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।

হিলারি নাকি ট্রাম্প? কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এ যাবৎ পছন্দের তালিকায় ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে ছিলেন হিলারি। তবে এই প্রথম হিলারিকে টপকে এক জরিপে এগিয়ে গেছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।

সিএনএন-ওআরসির এক জনমত জরিপের তথ্যমতে, ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ৪৫ ভাগ মানুষ। আর হিলারিকে ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৪৩ ভাগ নাগরিক।

৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চলছে। জনমত জরিপেও রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। খবর সিএনএন।

ওই জরিপে জানানো হয়েছে ট্রাম্পের চেয়ে পিছিয়ে রয়েছেন হিলারি। একশ’ জনের মধ্যে হিলারির পক্ষে রয়েছেন ৪৩ জন আর ট্রাম্পের পক্ষে ৪৫ জন।



মন্তব্য চালু নেই