হিলারিকে ভোট দেবেন বুশ

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের দলে থেকেই নির্বাচিত হয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। কিন্তু আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে নয় বরং ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। অনলাইনভিত্তিক পত্রিকা পলিটিকোর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে জর্জ ডব্লিউ বুশ ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের মেয়ে ক্যাথলিন কেনেডি টাউনসেন্ডের কাছে হিলারিকে ভোট দেয়ার কথা জানিয়েছেন বুশ।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন বলেছেন, রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন কম বুদ্ধির লোক। অপরদিকে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি আমেরিকা ও পুরো বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করবেন বলেও মন্তব্য করেছেন জিল।



মন্তব্য চালু নেই