হিলারিকে জিজ্ঞাসাবাদ করবে এফবিআই
ইমেইল কেলেঙ্কারির ঘটনায় হিলারিকে জিজ্ঞাসাবাদ করতে পারে দ্য ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ইমেইল একাউন্ট ব্যবহার করেছিলেন হিলারি। আর তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, হিলারির ওই ব্যক্তিগত ইমেইলের কারণে দেশের কোনো গোপনীয় তথ্য প্রকাশ হয়েছে কিনা এবং তা আইন লঙ্ঘন করেছে কিনা সে বিষয়ে তদন্ত করছে এফবিআই এবং বিচার বিভাগ।
এ বিষয়ে হিলারির ঘনিষ্ঠ বন্ধু হুমা আবেদিনকে ইতোমধ্যেই জিজ্ঞাবাদ করেছে এফবিআই। সামনের সপ্তাহের যে কোনো সময় হিলারিকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে সিবিএস নিউজ।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন প্রাইমারি ভোটে তার দল থেকে প্রথম সারিতে অবস্থান করছেন। নভেম্বরের আসন্ন নির্বাচনে তার জয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এমন মুহূর্তে ইমেইল কেলেঙ্কারীর ঘটনা তার নির্বাচনে প্রভাব ফেলবে বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা।
মন্তব্য চালু নেই