হিলারিই এগিয়ে
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে আছেন হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প। ইপসোস নামের এক জরিপ সংস্থা বলছে, রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে আছেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। খবর রয়টার্সের।
মে মাসে হিলারিকে পেছনে ফেলে জনমত জরিপে এগিয়ে ছিলেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের বেশ কিছু নীতির বিরুদ্ধে হিলারির জোরালো আক্রমণ এবং তার বেশ কিছু নীতি ঘোষণার পরপরই জরিপের ফলাফলে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
৪৬ ভাগ ভোটার হিলারির প্রতি সমর্থন জানিয়েছেন। আর ৩৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেছেন। তবে দু`জনের কাউকেই সমর্থন করেন না ১৯ ভাগ ভোটার।
আগামী মঙ্গলবার নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ার প্রাথমিক নির্বাচনের পরই অবশ্য ট্রাম্প ও হিলারির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য চালু নেই