হিযবুত তাহরীরের ৭ সদস্য আটক
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। গত ৪ সেপ্টেম্বর অজ্ঞাত স্থান থেকে অনলাইনে রাজনৈতিক সম্মেলনের সঙ্গেও এদের সম্পৃক্ততা আছে বলে জানিয়েছে পুলিশ।
গতরাতে (শনিবার) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম প্রতিরোধ টিম।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মুনতাসিরুল ইসলাম জানান, ১১টায় ডিএমপির সংবাদ সম্মেলনে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, আগেই ঘোষণা দিয়ে গত ৪ সেপ্টেম্বর অজ্ঞাত স্থান থেকে অনলাইনে রাজনৈতিক সম্মেলন করে নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি সংগঠন। তবে কোথা থেকে এ সম্মেলন প্রচার করা হয়েছে তা জানা যায়নি।
মন্তব্য চালু নেই