হায়দরাবাদের ৫০টি কোম্পানিতে পাকিস্তানি হ্যাকারদের হামলা
গত ১০ দিনে ভারতের হায়দরাবাদের কমপক্ষে ৫০টি তথ্যপ্রযুক্তি কোম্পানি পাকিস্তানি হ্যাকারদের হামলার শিকার হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সোসাইটি ফর সাইবারাবাদ সিকিউরিটি কাউন্সিল (এসসিএসসি) এমন দাবি করেছে।
এসসিএসসির কর্মকর্তারা জানান, পাকিস্তানের হ্যাকাররা তুরস্ক, সোমালিয়া ও সৌদি আরবের সার্ভার ব্যবহার করে ৫০টি কোম্পানিতে হামলা চালিয়েছে।
এসসিএসসির সাইবার সিকিউরিটি ফোরামের প্রধান দেবরাজ অদেয়ার বলেন, ‘কিছু হামলা প্রতিরোধ করা গেছে। তবে বেশির ভাগই এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। এগুলো ছিল আকস্মিক র্যানসমওয়্যার (কম্পিউটার সিস্টেমে বিপজ্জনক সফটওয়্যার স্থাপন করা, যার ফলে ব্যবহারকারী ওই কম্পিউটারে ঢুকতে পারে না। কেবল নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধে কম্পিউটারে কাজ করা যায়।) হামলা। গত ১০ দিনে হওয়া হামলাগুলোর প্রায় সবকটিই পাকিস্তান থেকে হয়েছে।’
ভারতের হায়দরাবাদের পশ্চিমাঞ্চলসংলগ্ন সাইবারাবাদ এলাকায় আড়াই হাজার তথ্যপ্রযুক্তিবিষয়ক কোম্পানি রয়েছে। এর মধ্যে এক হাজার ৩০০ কোম্পানি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজের (এনএএসএসসিওএম) নথিভুক্ত। এই কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবসা করে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে তাদের বেশির ভাগ গ্রাহক রয়েছে।
মন্তব্য চালু নেই