হাসপাতালে সোনিয়া গান্ধী

দীর্ঘদিন ধরে ভাইরাল জ্বরে আক্রান্ত সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভারতের বিরোধীদলীয় এ নেত্রীকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত আগস্টে বারানসীতে পথসভা চলাকালীন পড়ে গিয়ে হাতে চোট পান তিনি। পরে বারানসী সফর বাতিল করে তাকে দিল্লি ফেরত নেয়া হয়। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসার জন্য সোনিয়াকে ভর্তি করা হয়েছিল।

৬৯ বছর বয়সী সোনিয়া গান্ধী ১৯৯৬ সাল থেকে জাতীয় কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন। সম্প্রতি অসুস্থতার জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে খুব একটা দেখা যাচ্ছে না তাকে। তার অনুপস্থিতিতে মেয়ে প্রিয়াঙ্কা রাইবেরিলি ও আমেঠির লোকসভা কেন্দ্রের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।



মন্তব্য চালু নেই