হাসপাতালে মোহাম্মদ আলি
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলি।
শনিবার মার্কিন বক্সারের মুখপাত্র বব গানেল একথা জানান। তিনি এও জানান যে, আলির অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে। এক বিবৃতিতে গানেল বলেন, ‘আলি, যিনি পার্কিনসন রোগে ভুগছেন, তিনি এখন তার টিম ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করছেন। আর তার অবস্থাও বেশ ভালো। আশা করা হচ্ছে ৭২ বছর বয়সী তারকা শিগগির সুস্থ হয়ে উঠবেন।’ ওই বিবৃতিতে আরো দাবি করা হয় যে, ‘আলির অসুস্থতার এই সময়ে তার পরিবার গোপনীয়তা চাইছেন।’
ক্যাসিয়াস ক্লে নামে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ আলি। যিনি মাত্র ১৮ বছর বয়সে অলিম্পিকে হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। ১৯৬৪ সালে সনি লিস্টনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন ‘দ্য গ্রেটেস্ট’। এর কিছুদিন পরই ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেন আলি। যিনি ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির কড়া সমালোচনা করে আলোচনায় এসেছিলেন। ১৯৮১ সালে প্রতিযোগিতামূলক বক্সিং থেকে অবসর নেন আলি।
মন্তব্য চালু নেই