হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু

নাটোরের সিংড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার শেরকোল ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল বগুড়া জেলার বাসিন্দা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, রবিউলসহ দুই মাহুত সার্কাসের একটি হাতিকে নিয়ে উপজেলার সাতবাড়িয়া এলাকায় আসেন। স্থানীয়দের কাছে থেকে আর্থিক সহায়তা নেয়ার সময় হাতিটি ক্ষুধায় বিভিন্ন গাছপালা খেতে শুরু করে। এ সময় মাহুত রবিউল হাতিটিকে সরিয়ে নেয়ার চেষ্টা করলে তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ের চাপায় পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রবিউলের মৃতদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই