নাটোরে খ্রিষ্টান ব্যবসায়ীকে হত্যার দায় স্বীকার করেছে আইএস

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সুনিল গোমেজ নামের খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)।

আইএস নিয়ন্ত্রিত সংবাদসংস্থা আমাক নিউজ অ্যাজেন্সির বরাত দিয়ে রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী গ্রুপ সাইট ইনটেলিজেন্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, রোববার দুপুরের বনপাড়া খ্রিষ্টান পল্লীর যোশেফ গোমেজের ছেলে সুনিল গোমেজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ ও পত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো রোববার সকালে সুনিল গোমেজ বাড়ি থেকে বের হয়ে গির্জায় প্রার্থনার জন্য যান। প্রার্থনা সেরে তিনি সকাল ৮টার দিকে বাড়ির পাশেই মুদির দোকান খুলে বসেন।

দুপুর ১২টার দিকে স্থানীয়রা দোকানে পণ্য কেনার জন্য ডাকাডাকি করে সাড়া না পেয়ে দোকানের ভেতরে ঢুকে সুনিল গোমেজের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার ঘাড়, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সুনিল গোমেজের মেয়ে স্বপ্না জানান, তার ষাটোর্ধ্ব বাবার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। খ্রিষ্টান পল্লীর পুরোহিত ফাদার হিউবার্ট রিবেরু বলেন, এ রকম একজন নিরীহ লোকের হত্যাকাণ্ডে আমরা বাকরুদ্ধ।



মন্তব্য চালু নেই