অপারেশনের কথা বলে রোগীর কিডনি চুরি : চিকিৎসক আটক

নাটোরের একটি বেসরকারি হাসপাতালে রোগীর কিডনি চুরির অভিযোগে হাসপাতালের চিকিৎসককে আটক করেছে পুলিশ। এসময় হাসপাতালের পরিচালক ও স্টাফরা পালিয়ে গেছে।

শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে শহরের মাদরাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালে এই ঘটনা ঘটে। আটক চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী সার্জন ডা. এম এ হান্নান।

নাটোর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা ও রোগীর স্বজনরা জানান, গত প্রায় এক বছর আট মাস আগে নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম গ্রামের ফজলু বিশ্বাসের স্ত্রী আসমা বেগম পেটের ব্যথায় জনসেবা হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে তার পিত্তথলিতে পাথরের কথা বলে অপারেশন করতে হবে বলে জানায়।

এর প্রায় এক মাস পর রোগীর অপারেশন করা হয়। অপারেশনের সময় রোগীর আরো একটি অপারেশন করতে হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর থেকে রোগী আরো অসুস্থ হয়ে পড়লে পুনরায় রোগীর পরীক্ষা করা হয় ওই হাসপাতালেই। সেখান থেকে জানতে পারে রোগীর শরীরের ডান পার্শের একটি কিডনি নেই। এরপর থেকে রোগীর স্বজনরা বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করে জানতে পারে তার শরীরের একটি কিডনি কেটে নেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই