হাতিরঝিলে ট্রাকচাপায় প্রাণ গেল তরুণ-তরুণীর
রাজধানীর হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকলের চালকসহ দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে হাতিরঝিল পুলিশ বক্স পেরিয়ে পানিরপাম্প মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।
তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুজন। এতে ঘটনাস্থলেই মারা যায় যুবক।
তরুণীও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত দুজনের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হচ্ছে।
মন্তব্য চালু নেই