হরতালের সকালে সড়কে নিহত ৬

রাজধানীসহ পাবনা, এবং চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সকালে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজধানীর রূপসী বাংলা (শেরাটন) হোটেলের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফিরোজা বেগম (৪০) ও তার ননদ চাঁন বানু (৩৭)।

আহতরা হলেন- চাঁন বানুর ভাতিজা আজিজুল ইসলাম (৩০), তার স্ত্রী আাঁখ আক্তার (২৫) ও অটোরিকশা চালক শেখ শাহীন (৩০)।

নিহত ও আহত চার যাত্রীর বাড়ি বরিশালের বাবুগঞ্জের খেতাবপুরে।  আহত চালকের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া পাবনা সদর উপজেলার মালিগাছা মজিদপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকের মালিক আব্দুল জলিল মোল্লা (৫০) ও চালক নুরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম সদর উপজেলার শালগাড়ীয়া তালবাগান এলাকার বাদল প্রামণিকের ছেলে এবং আব্দুল জলিল উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা

এদিকে চট্টগ্রামের ফৌজদারহাটে কাভার্ড ভ্যানের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। – See more at: http://www.dhakatimes24.com/2014/09/18/37504#sthash.2gJWY3di.dpuf



মন্তব্য চালু নেই