হত্যা মামলা থেকে রেহাই পেল পাকিস্তানী শিশু মুসা
পাকিস্তানের একটি আদালত নয় মাস বয়সী এক শিশুর বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।
নয় মাস বয়সী মোহাম্মদ মুসা খান এবং তার পরিবারের আরও ১১ জন সদস্যের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল।
লাহোরের একটি আদালতের বিচারক মামলাটি প্রত্যাহারের নির্দেশ দিয়ে বলেছেন, এই অভিযোগ আদালতেই আসা উচিত ছিল না।
এই মামলা নিয়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হয় পাকিস্তানে। গণমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পাকিস্তানের পুলিশ কর্মকর্তারা এই মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সম্প্রতি লাহোরে গ্যাস ও বিদ্যুত সরবরাহ নিয়ে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জনতার সংঘাতের সময় ৩০ জন বেশি লোকের বিরুদ্ধে পুলিশ অফিসারদের হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়। এই তিরিশ জনের মধ্যে নয় মাস বয়সী মোহাম্মদ মুসা খানের নামও ছিল।
পাকিস্তানের টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, মুসা খান আদালত কক্ষে তার দাদার কোলে বসে আছেন দুধের বোতল হাতে।
তার দাদা সাংবাদিকদের বলেন, কিভাবে দুধের বোতল ঠিকমত হাতে নিতে হয়, সেটাই এই শিশু জানে না, সে কিভাবে পুলিশের দিকে পাথর ছুঁড়বে?