সাতক্ষীরার দেবহাটার মা ও দুই মেয়েকে হত্যার অভিযোগে

স্বামীসহ চার জনকে আসামী করে থানায় মামলা দায়ের

সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামে মা অষ্টমী সরকার ও দুই শিশু কণ্যা শ্রাবনী সরকার ও পাখি সরকারকে হত্যার অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে নিহত অষ্টমী সরকারের বোন গঙ্গা সরকার বাদী হয়ে চার জনকে আসামী করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, অষ্টমী সরকারের স্বামী পুলিশের হাতে আটক প্রশান্ত সরকার, শ্বশুর প্রফুল্ল সরকার, শ্বাশুড়ি হিমেলা সরকার ও প্রশান্ত সরকারের ভগ্নিপতি শংকর সরকার। প্রশান্ত সরকার বর্তমানে পলাতক রয়েছেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফ জানান, ধারনা করা হচ্ছে বিষক্রিয়া সৃষ্টি করে হত্যার পর বাড়ির পাশের একটি পুকুরে তাদের লাশ ফেলে দেয় তার স্বামী প্রশান্ত সরকারসহ তার শ্বশুর বাড়ির লোকজন। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান ওসি।

উল্লেখ্য, বুধবার বিকেল ৫টার দিকে দেবহাটা উপজেলার টিকেট গ্রামের নিজ বাড়িতে স্ত্রী অষ্টমী সরকার ও তার দুই শিশু কন্যাকে হত্যার পর বাড়ির পাশের একটি পুকুরে তাদের লাশ ফেলে দেয় তার স্বামী প্রশান্ত সরকারসহ শ্বশুর বাড়ির লোকজন।



মন্তব্য চালু নেই