স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। শনিবার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। একই সঙ্গে দুই দেশের সঙ্গে সম্পর্ক আরো ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন মোদি। খবর দ্য স্টেটসম্যানের।
টুইটারে মোদি বলেন, বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা দীর্ঘদিনের সম্পর্ক লালন করছি এবং আমি নিশ্চিত, আমাদের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।
৪৫ বছর আগে আজকের এই দিনে (২৬ মার্চ) বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর ডাকে জীবনপণ সশস্ত্র লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি।
ঘোরতর ওই অমানিশা ভেদ করেই দেশের আকাশে উদিত হয় স্বাধীনতার চিরভাস্বর সূর্য। বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছিল একাত্তরের আজকের এই দিনে। দিবসটি উপলক্ষে সরকারি ছুটির দিন আজ।
মন্তব্য চালু নেই