স্বপ্নে পচা মাংস রাখার দায়ে লাখ টাকা জরিমানা

বিক্রির উদ্দেশ্যে পচা মাংস রাখার দায়ে অভিজাত বিপণি-বিতান ‘স্বপ্ন’কে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে অভিযান চালিয়ে স্বপ্ন সুপার শপকে জরিমানা করে টাকা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডল।

তিনি বলেন, অভিযানকালে গ্রিন রোডের স্বপ্ন সুপার শপে ১৫ কেজি খাসির পচা মাংস পাওয়া যায়। পচা মাংস কেন রেখেছে তা জানতে চাইলে দায়িত্বরত বিক্রয়কর্মী জানান, এ মাংস বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে বিক্রি করবে। বিক্রয়ের উদ্দেশ্যে পচা মাংস রাখা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। এ অভিযোগে স্বপ্ন সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

পচা মাংস রাখার বিষয়টি স্বীকার করে স্বপ্নের দায়িত্বরত কর্মকর্তা সাকী মাহমুদ বলেন, পচা মাংস সাধারণ ক্রেতাদের কাছে তারা বিক্রি করে না। বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করা হয়।

এদিকে একইদিন বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার নামে আরেকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ পচা মিষ্টি রাখার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।



মন্তব্য চালু নেই